Centralised Admission 2024
Hijli College, Kharagpur
ADMISSION
(Apply, Merit List and Admission Informations)
Latest Updates
More Updates

Click here to view Admission Notices of session :
Undergraduate Admission Guideline 2023 - Hijli College

Hijli College, Kharagpur
Undergraduate Admission Guideline 2023

স্নাতক স্তরে (U.G.) ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তি – ২০২২

  • ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম সেমেস্টার-এ (কলা ও বিজ্ঞান বিভাগে) ভর্তির জন্য অনলাইনে আবেদনপত্র পূরণ করা যাবে 01.07.2023 থেকে 15.07.2023 পর্যন্ত ।
  • কেবলমাত্র ২০২৩, ২০২২ ও ২০২১ সালে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় স্বীকৃত বোর্ড থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীরাই ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে। কোন ছাত্র/ছাত্রী আগে ভর্তি হয়ে University Registration করে থাকলে এবং পরীক্ষায় বসলে সে ক্ষেত্রে বিশেষ অনুমতির সাপেক্ষে আবেদন করতে পারবে।
  • আবেদনের জন্য কোনরকম ফি প্রদান করতে হবে না।
  • কলেজের ওয়েবসাইট https://hijlicollege.ac.in/ এ Online Admission Portal এ ক্লিক করে তারপর 'UG Programme' এ ক্লিক করলে সংশ্লিষ্ট যাবতীয় তথ্যের মেনু দেখা যাবে। প্রয়োজনীয় তথ্যের জন্য উপযুক্ত মেনুতে ক্লিক করতে হবে।
  • এই অনলাইন ভর্তিপ্রক্রিয়ায় সর্বাধিক গুরুত্বপূর্ণ হল (১) ছাত্র-ছাত্রীদের নিজস্ব মোবাইল নম্বর (২) ছাত্র-ছাত্রীদের নিজস্ব ইমেল আইডি (যেগুলি ভবিষ্যতে কলেজ থেকে সমস্ত যোগাযোগের মাধ্যম হবে)।
  • সর্বপ্রথম Apply Now বোতামে ক্লিক করে কয়েকটি প্রাথমিক তথ্য (Basic information) দিয়ে Register করতে হবে।
  • এর পরের ধাপে Scanned recent Colour Passport size Photo (5 - 80 KB) এবং Signature (5 - 50 KB) আপলোড করুন।
  • এর পরের ধাপে নিম্নলিখিত ডকুমেন্টগুলির অরিজিনাল (জেরক্স কপি স্ক্যান করে আপলোড করা যাবে না) স্ক্যান কপি আপলোড করতে হবে (প্রত্যেকটি কপি ২০০ KB এর মধ্যে) -
  1. মাধ্যমিকের এডমিট অথবা সার্টিফিকেট
  2. উচ্চমাধ্যমিকের এডমিট
  3. উচ্চমাধ্যমিকের মার্কশিট
  4. আধার কার্ড
  5. কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
  6. EWS সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
  • এর পরের ধাপে আবেদনকারীর যাবতীয় তথ্য প্রদান করতে হবে ।

কোর্স নির্বাচনের নিয়মাবলী :

  • প্রত্যেক আবেদনকারীকে প্রথমে SINGLE MAJOR COURSE (পূর্বতন অনার্স কোর্স) অথবা MULTIDISCIPLINARY COURSE (পূর্বতন জেনারেল বা পাস কোর্স) নির্বাচন করতে হবে।
  • পরবর্তী ধাপে DISCIPLINE OF COURSE নির্বাচন করতে হবে (যেমন B A (H/ H&R) or B SC (H/ H&R)
  • পরবর্তী ধাপে PROGRAMME নির্বাচন করতে হবে (SINGLE MAJOR এর ক্ষেত্রে SUBJECTMULTIDISCIPLINARY COURSE এর ক্ষেত্রে Humanities / Social Sciences / Life Sciences / Physical Sciences / Mathematics & Computer science)।
  • নির্বাচিত SINGLE MAJOR COURSE এর জন্য দুটি (2) বিষয় নির্বাচিত করতে হবে MINOR - 1 এবং MINOR - 2 হিসেবে (পূর্বতন GE 1 & 2)।
  • নির্বাচিত MULTIDISCIPLINARY COURSE এর জন্য মোট তিনটি (3) বিষয় নির্বাচন করতে হবে, যার মধ্যে প্রথম দুটি (2) MAJOR - 1 ও MAJOR – 2 (পূর্বতন DSC) এবং তৃতীয়টি MINOR (পূর্বতন DSC/GE) হিসেবে নির্বাচিত হবে।
  • প্রথম ফর্মটি ঠিকঠাক তথ্য দিয়ে পূরণ করে সাবমিট করলেই আবেদনকারীর নির্দিষ্ট মোবাইলে ফর্ম নম্বর এবং বিষয় এসএমএস-এর মাধ্যমে জানতে পারবে যা পরবর্তীকালে আবেদনকারীর তথ্যাদি জানার জন্য প্রয়োজন। আবেদনকারীর কোন প্রকার ভুলের জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
Click here to view Admission Notices of session :
Examination Results 2024
Examination Schedule 2024
Notifications 2024
News Updates 2024
Disclaimer Neither we nor the colleges/institutions hold any responsibility on account of the accuracy of the content provided. we are not responsible for any inadvertent error that may have crept in the process of data aggregation. Kindly visit the respective college website for latest information.
This website contains consolidated links, admission information and online application forms for applying to several Colleges. We are constantly extending our support to Parents/Students who may face difficulties in understanding the various aspects of the online admission process. Kindly feel free to send us your queries and feedback by Clicking Here.